জাতীয়বগুড়ার খবরশিক্ষা
আব্দুল হাই বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পুনঃনির্বাচিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) আব্দুল হাই বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন। গত ২৫ জানুয়ারি ঢাকায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভূক্ত বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলনে তাঁকে পুনরায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সিনিয়র শিক্ষক আব্দুল হাই পুনরায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বগুড়াসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকগণ। শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রয়েছে।