জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আনিছুর রহমান নামে একজন মাদক কারবারিকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ। রোবার দিবাগত রাতে উপজেলার কচুয়াহাট উচ্চ বিদ্যায়লের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক আনিছুর সাঘাটা ইউনিয়নের ছাটযোগী পাড়া গ্রামের মুরাদজ্জামানের ছেলে আনিছুর রহমান
ওরফে ঝাঁড়– (৩৫)। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিছুরকে আটকের পর শরীর তল্লাসি করে তার কাছ থেকে নেশা জাতীয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।