সাঘাটায় ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ মেয়াদকাল পর্যন্ত বহাল রাখার দাবিতে গতকাল বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা ।
স্মারকলিপি প্রদান শেষে তাঁরা উপজেলা পরিষদ-এর সামনে প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য রাখেন কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন, পদুম শহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, জুমার বাড়ী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ও ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সাংবিধানিক বিধি অনুযায়ী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়ার জন্য যে ইঙ্গিত দিয়েছেন উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও তা প্রতাহারের দাবি জানান জনপ্রতিনিধিরা।