সারাদেশ

সাঘাটায় আবারও ভেঙ্গে দেয়া হলো কয়লার অবৈধ চুল্লি

জয়নুল আবেদীন,সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

 

আবারও অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি । এলাকাবাসীর অভিযোগে উপজেলা প্রশাসন ইতোপূর্বেও অভিযান চালিয়ে কারখানার চুল্লি গুলি ভেঙ্গে দিয়েছিল। পরে ভেঙ্গে দেয়া চুল্লি গুলি পুনরায় মেরামত করে আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজ শুরু করে চুল্লির মালিক চক্রটি। পুনরায় চুল্লি চালুর বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেল ও সোসাল মিডিয়ায় সংবাদ প্রকাশ হতে থাকলে তা প্রশাসনের নজরে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে সাঘাটা থানা পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীসহ গত সোমবার দিনব্যাপী যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার মথরপাড়া,নশিরার পাড়া,কাঠালতলী,বড়াইকান্দি,বাজিতনগর,বাঙ্গাবাড়ি, ছিলমানের পাড়া ও পবনতাউড় সহ বিভিন্ন এলাকার ৭টি কয়লা কারখানার ৫৪টি চুল্লি ভেঙ্গে ধ্বংস করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী জানান, এর আগেও চুল্লি গুলো ভেঙ্গে ধংস করা হয়েছিলো। কারখানা মালিকরা সে গুলো আবার অবৈধ ভাবে চালু করেছিলো। এসব অবৈধ কয়লার কারখানায় বিপুল পরিমাণ কাঠ পোড়ার কারণে বনের গাছ-পালা উজাড় ও পরিবেশের ভারসাম্যের ক্ষতি হচ্ছে। পাশাপাশি চুল্লির নির্গত ধোয়া থেকে মানুষ ও গবাদিপশুর মধ্যে বিভিন্ন রোগ ছড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও চুল্লির আশেপাশের জমির ফসল নষ্ট হতে পারে। এজন্য পরিবেশ ও জনস্বার্থে এসব অবৈধ চুল্লি আবারও ধংস করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button