সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান 'আবাম ফাউন্ডেশন'র উদ্যোগে গাইবান্ধার সাঘাটায় হুইলচেয়ার উপহার ও টিউওয়েল স্থাপন করা হয়েছে। উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর গ্রামের মালেকের শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ মুরাদ হাসান (১৩)কে হুইলচেয়ার উপহার দেয়া হয়। প্রতিবন্ধী মুরাদ হাসান আবাম ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে অনেক খুশি। ছেলেকে চেয়ারে বসতে দেখে মুরাদের পরিবার ও বেশ খুশি হয়েছেন। পরে ওই ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও মাঠের কৃষকদের পানিপানের জন্য চরপাড়া
এলাকার রাস্তায় ও বাজারের লোকজনের পানিপানের জন্য কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর বাজারে এ দুটি স্থানে টিউওয়েল স্থাপন করা হয়। এ সময় ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মিসু মিয়া, মোহারম বিল্লাহ মারুফ , আব্দুল হান্নান,সাদিক হাসান,সোহেল রানা,কবির হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ। আবাম ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মিসু মিয়া বলেন, আবাম ফাউন্ডেশন একটি মানবিক ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের যেকোনো মানবিক সেবায় এ প্রতিষ্ঠান পাশে আছে।