জয়নুল আবেদীন
"নারী সমধিকার সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, এএলআরডি ঢাকা, উদয়ন সাবলম্বি সংস্থা,নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মনোরঞ্জন বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, প্রভাষক ফারহানা রহমান মিষ্টি, উদয়ন সাবলম্বি সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, নিজেরা করি সংস্থার পক্ষে বিভাগীয় প্রশিক্ষক শিউলী বেগম, অনুষ্ঠান পরিচালনা করেন মুন্নি বেগম।