জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় পৃথক অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ১০ টি পরিবারের ১৪ টি বসতঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে ১৭ পরিবারের কম পক্ষে ২ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘর পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১২ টার সময় সাঘাটা-গাইবান্ধা সড়কের পাশে উপজেলা হাটভরত খালী চৌমাথা এলাকায় একটি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডে্র সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা আশে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়তে থাকে। সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে সাঘাটা ও ফুলছড়ি দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে ১ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ৭ টি দোকানের সকল মালামাল ও নগদ অর্থ পুড়ে ভষ্মীভূত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, ভরতখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থসহ ৭টি দোকানের কমপক্ষে ১ কোটি ৭০
লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে দোকানের মালিক পরিবার গুলো নি:স্ব হয়েছে। অপরদিকে উপজেলার দুর্গম চর হলদিয়া ইউনিয়নের দক্ষিন দীঘল কান্দি (গুয়াবাড়ি) গ্রামে ১০ পরিবারের ১৪ টি বসত ঘড়-বাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়েছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে একটি ঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই তা আশে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা যোগে ঘটনার স্থলে পৌঁছে আগুন নিন্ত্রণের চেষ্টা চালালেও ১৪টি বসত ঘড় আসবাব পত্র, গরু, ছাগল পুড়ে ভষ্মীভূত হয় । এতে ১০ টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে । তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে কম্বল,শুকনো খাবার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী জানান, দুটি অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষনিকভাবে খাবার ও কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে ঘর তৈরীর জন্য টিন ও নগদ অর্থের ব্যবস্থা করা হবে।