ইকবাল কবির লেমন
এ বছর বগুড়ার সোনাতলায় সরিষা উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রান্ত হয়েছে। বাম্পার সরিষার উৎপাদন হওয়ায় হাসি ও আনন্দে মেতে উঠেছে এ অঞ্চলের কৃষককূল। এবছর সোনাতলায় ২ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে উফশী জাতের বারী সরিষা-১৪, বারী সরিষা-১৫, বারী সরিষা-১৭ ও টরি-৭ সরিষার আবাদ হয়েছে যা গত মৌসুমের তুলনায় ৫শ’ ৯০ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় তৎপরতা থাকায় লক্ষমাত্রার চেয়ে উদ্বৃত্ত উৎপাদন সম্ভব হয়েছে। উপজেলার কৃষকেরা এখন সরিষা
কর্তন ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। তারা উৎপাদিত সরিষার ভাল দাম পাওয়ারও আশা করছেন। এ ব্যাপারে সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানিয়েছেন, ‘সরিষা উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সোনাতলার কৃষকেরা ২ ফসলী জমিগুলোকে তিন ফসলী জমিতে পরিণত করে একটি নির্দিষ্ট সময়ে পরে থাকা জমিগুলোতে সরিষার আবাদের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন। আশা করছি আগামী মৌসুমে এ অঞ্চলে সরিষার আবাদ আরও বাড়বে।’