বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থীবাহী বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলে তিনি এ উদ্যোগ নেন। সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দৈনিক করতোয়াকে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, এর আগে সরকারি আজিজুল হক কলেজে তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি
ওয়াইফাই সুবিধা দেওয়া হয়। এরপর সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কলেজে আসা-যাওয়ার জন্য পরিবহন সংকটের কথা তুলে ধরেন। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ওই দাবির বিষয়টি তারেক রহমানের নজরে আসলে তিনি দ্রুত সাড়া দিয়ে শাহ সুলতান কলেজের জন্য বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কলেজ শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।