স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ, সোনাতলা উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা ৪ জানুয়ারি রবিবার তাঁর গ্রামের বাড়ি সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রথম জানাযার নামাজ আগামী ৫ জানুয়ারি সোমবার সরকারি নাজির আখতার কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঞ্জুর
কাদের, শিক্ষকমণ্ডলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক বগুড়া জেলা আমীর অধ্যাপক নাজিমউদ্দীন,জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, ফাতেমা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম,মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম,সংগ্রামের বগুড়া অফিস প্রধান আব্দুল ওয়াদুদ, নয়াদিগন্তের সাংবাদিক মিনাজুল ইসলাম, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমনসহ সোনাতলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।