শিল্প-সাহিত্য-সংস্কৃতি
সরকারি নাজির আখতার কলেজে বাংলা বর্ষবরণ

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে বাংলা বর্ষবরণ-১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজটিতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজটির শিক্ষক মিলনায়তনে বর্ষবরণ-১৪৩১উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম,শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম, প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক মোঃ আতিকুর রহমান, প্রভাষক মোছাঃ কামরুন্নাহার।