শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ মঞ্জুর কাদেরকে সংবর্ধনা প্রদান করেছে সরকারি নাজির আখতার কলেজ শিক্ষক পরিষদ। মঙ্গলবার দুপুরে স্টাফ কাউন্সিলে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষক পরিষদের সম্পাদক, সহযোগী অধ্যাপক এইচ, এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রফেসর মোঃ মঞ্জুর
কাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন, মোঃ মোজাফফর হোসেন, ওবায়েদ ওয়ালী, নাসরিন আকতার, মোঃ ইয়াকুব আলী, মোঃ মতিয়ার রহমান, প্রভাষক মোঃ আতিকুর রহমান, মোঃ মনোয়ারুল ইসলাম ও বিশ্বজিত বিশ্বাস। এ সময় কলেজটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর।