শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি নাজির আখতার কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে শহিদ মিনারে পুষ্পস্তবক প্রদান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, সহকারী অধ্যাপক ওবায়েদ ওয়ালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর আবু
তালহা মোহাঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক, সহযোগী অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক নিলুফা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক আব্দুস সবুর, সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, প্রভাষক মোঃ মনোয়ারুল ইসলাম, প্রভাষক মোছাঃ কামরুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আতিকুল ইসলাম বাঁধন, মিজানুর রহমান মিজান ও বিপ্লব ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক আব্দুল কাইয়ুম।