নিজস্ব প্রতিবেদক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সোনাতলা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় সরকারি আজিজুল হক কলেজে হেল্পডেস্ক স্থাপন করেছে কলেজটিতে অধ্যয়নরত সোনাতলার সাধারণ শিক্ষার্থীরা। সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে এই হেল্পডেস্ক। হেল্পডেস্ক স্থাপন বিষয়ে সরকারি
আজিজুল হক কলেজের মেধাবী শিক্ষার্থী রাফিউল ইসলাম জানিয়েছেন, 'সোনাতলার কোন শিক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষা দিতে এসে বিড়ম্বনার শিকার না হয় সেজন্য তাদের সার্বিক সহযোগিতায় এই হেল্পডেস্কটি স্থাপন করা হয়েছে। এই হেল্পডেস্কে এসে সোনাতলার শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।’