শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বগুড়ার শিহাব


আগামী ২১ থেকে ৩০ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বাংলাদেশ–শ্রীলঙ্কা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০২৫। এ আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ-এর আহ্বায়ক ও সরকারি তিতুমীর কলেজ, ঢাকার গণিত বিভাগের শিক্ষার্থী শাহনেওয়াজ শিহাব।
শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য ২০ জন তরুণ মনোনীত হয়েছেন। নয় দিনব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা ও ক্রীড়া বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিনিধিদের নেতৃত্বগুণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হবে একাধিক প্রশিক্ষণ কর্মশালা।
আয়োজনের অংশ হিসেবে প্রতিনিধিরা পরিদর্শন করবেন শ্রীলঙ্কার সংসদ ভবন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান। এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গোমেজ-এর একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।



