বগুড়ার খবর
শিবগঞ্জ সাদ ঢালাই করার সময় সাদ ভেঙে হেড মিস্ত্রির মৃত্যু

কামরুল হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন গনেশপুরে সাদ ঢালাই করার সময় সাদ ভেঙে এক হেড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
জানা গেছে, ৩ অক্টোবর দুপরে গনেশপুর ঈদগাহ মাঠ সংলগ্ন ঐ এলাকার গাদু সরকার এর ছেলে জামাল সরকারের একটি বিল্ডিং এর সাদ ঢালাই এর কাজ চলছিল। এসময় সৈয়দপুর ইউনিয়ন অভিরামপুর এলাকার হারুন সাদের নিচে সাটারিং এর খুটি দেখভাল করছিল। খুটি দেখভালের সময় হঠাৎ সাদ ভেঙে তার উপরে পরে। পরে এলাকাবাসী এসে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।