কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
, বগুড়ার শিবগঞ্জ ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে পশ্চিম জাহাঙ্গীরাবাদ মোকলেছার মোড় জ্ঞানের আলো পাবলিক স্কুলের আয়োজনে পল্লী কবি জসিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা পারভীন এর সভাপতিত্বে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালক, বাংলাদেশের প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখা
সভাপতি সাংবাদিক কামরুল হাসান। শিক্ষিকা ফারজানা খাতুন, শাপলা খাতুন। অভিভাবক ফজলু,ফরিদুল,তাজুল, ফারুক,শফিকুল প্রমূখ। এসময় স্কুলে পল্লী কবি জসিম উদ্দিনের উপরে শিক্ষার্থীদের মাঝে রচনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করায় ঐ শিক্ষার্থীর অভিভাবকরা আনন্দিত। কারণ এ উপলক্ষে তাদের সন্তানরা পল্লী কবি জসিম উদ্দিনের জীবন সম্পর্কে শিক্ষা গ্রহণ করার সুযোগ সুষ্টি হয়েছে।