কামরুল হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এরুলিয়াপাড়া-আলাদিপুর কাঁচা রাস্তাটি দীর্ঘ দিন যাবত কাঁচাই রয়ে গেলো।রাস্তাটি পাকা করার দাবী করেছে এলাকাবাসী। রাস্তাটি পাকা রাস্তায় রূপান্তর না করায় খানা-খন্দক হয়ে পথচারীর যাতায়াত অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তাকে কেন্দ্র করে আলাদিপুর, নয়াপাড়া, বালুপাড়া, পশ্চিম জাহাঙ্গীরাবাদ, হাতিবান্দা,ওছলগাড়ী, আলিয়ারহাট,সহ বেশ কিছু গ্রামের প্রায় ৫০ হাজার জনসাধারণ চলাচল করে থাকে। এ রাস্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুটি মাদরাসা, দুটি হাই স্কুল ও তিনটি প্রাথমিক বিদ্যালয়। ঐ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক,ও শিক্ষক মণ্ডলী এ রাস্তা দিয়ে স্কুলে যায়। আর ওই
কয়েক গ্রামের হাজার হাজার কৃষক এ রাস্তাকে কেন্দ্র করেই তাদের উৎপাদনকৃত কৃষিপণ্য বিভিন্ন হাট- বাজারে আনা- নেওয়া করে। বর্তমান রাস্তাটির মাটি দিন দিন ভেঙ্গে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে য়াচ্ছে। আর এতে করে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। রাস্তার সংস্কার ও উন্নয়ন না করায় কৃষকরা সঠিক সময়ে তাদের কৃষিপণ্য হাট- বাজারে নিয়ে যেতে পাচ্ছে না। ফলে তারা কৃষিপণ্যের সঠিক মূল্য পাচ্ছে না। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ওই এলাকার কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সচেতন কৃষক ও সুধীজন।