কামরুল হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের উদ্যোগে শিবগঞ্জ উপজেলায় ১৭টি হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মাধমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, বগুড়া জেলা আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলা আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, ইয়াকুব আলী, সাগর ফকির প্রমুখ। স্মারকলিপিতে এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, এই জেলার প্রান্তিক চাষীদের উৎপাদিত সকল
ধরনের সবজি বাংলাদেশে সরবরাহ করে থাকে। এর ফলে কৃষকদের পাশাপাশি আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ঠিক সেই মুহূর্তে শিবগঞ্জের কোল্ডষ্টোরেজ কর্র্তৃপক্ষ তাদের ইচ্ছামত কৃষকদের উৎপাদিত ফসল আলু রাখার স্থান ষ্টোরগুলোর ভাড়া বৃদ্ধি করেছে। ফলে কৃষকরা ও ব্যবসায়ীরা দিশে হারা হয়ে পড়েছে। তারা অবিলম্বে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নিয়ে কৃষকদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। অন্যথায় কৃষকদের ও ব্যবসায়ীদের দাবী মেনে নেওয়া না হলে শিবগঞ্জ সহ সকল উপজেলা ও জেলার সবাই একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।