বগুড়ার খবর
শিবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুল হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবস্থ শীর্ষক সেমিনার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন মিয়া, আল আমিন, যুবদল নেতা হারুনুর রশিদ সুজন, সিনহা মিল্লাত, বাধন মিয়া, শাহাদত হোসেন সোহাগ, উপজেলা যুবদল নেতা জোবায়ের হোসেন, মাহদি হাসান তমাল, আবু শাহীন,খোরশেদ আলম কাজল, স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।