শিবগঞ্জে মরা গরুসহ দুই কসাই গ্রেফতার

কামরুল হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে মরাগরু সহ দুই কসাইকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানা সূত্রে জানাগেছে ২ নভেম্বর গত রাতে শিবগঞ্জ পৌর এলাকার অর্জন পুর ব্রিজের উপরে এঘটনা ঘটেছে। এসময় একই এলাকার ওসির ফকিরের ছেলে কসাই রাজা ফকির, ও মজি ফকিরের ছেলে শহিদুল ইসলাম মৃত্যু একটি গাভী জবাই করার উদ্দেশে ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে শিবগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান এর সাথে কথা বললে তিনি বলেন, আমার থানার টহল ডিউটিরত পুলিশ ২ নভেম্বর আনুমানিক রাত ৩ টা ৫ মিনিট এ পৌর এলাকার অর্জন নামক ব্রিজের উপর একটা ভ্যানে করে একটি মরা গাভী গরু নিয়ে যেতে চোখে পরে। সন্দেহ হলে গরুর ভ্যান আটকাতে বলে। পরে থানা পুলিশ ভ্যানে চাকু,সুরি সহএকটি মরাগরু এবং গরু জবাই করার সরঞ্জামাদি দেখতে পায়। এসময় গরুর সাথে থাকা রাজা ফকির ও শহিদুল ইসলাম নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারায় মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়।