কামরুল হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ কর্মীসভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাবের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, তাহাউদ্দিন নাইন, শহিদ উদ্দিন সালাম, কেএম খায়রুল বাশার, জেলা শ্রমিকদল নেতা আব্দুল ওয়াদুদ, জেলা মহিলাদল নেত্রী নাজমা আক্তার, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান,জেলা স্বেচ্ছাসেবক
দল নেতা সরকার মুকুল, সাধারণ সম্পাদক শুভ, জেলা ছাত্রদল সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, শিবগঞ্জ পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম, আঃ করিম, ডা. স্বাধীন, শফিকুল ইসলাম শাহীন, আঃ রাজ্জাক, ফারুক আহম্মেদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান,যোবায়ের হোসেন, থানা ছাত্রদল নেতা বিপুল হোসেন, মীরমুন,সাদ্দাম হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম,রায়হানুল হক রনি, মহিলা দল নেত্রী মিনারা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ, আফছার আলী, মাহমুদ হোসেন তৌফিক প্রমুখ। পরে জেলা বিএনপির সভাপতি পৌর এলাকার কয়েকটি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন । তিনি দেশ নায়ক তারেক রহমানের পক্ষে অসহায় হিন্দুধর্মালম্বীদের মধ্যে খাবারের জন্য নগদ অর্থ প্রদান করেন।