কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ২০ অক্টোবর রোববার শিবগঞ্জ, মহাস্থান, মোকামতলা, গুজিয়া ও পিরবসহ কয়েকটি হাটে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যে বৃদ্ধি
করলে সেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দ্রব্যমূল্য যাতে উর্দ্ধগতি না হয়, সে জন্য বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলার সকল বাজার গুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।