শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

কামরুল হাসান,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার পরিষদ সভাকক্ষে ৬ষ্ঠ শিবগঞ্জ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার ভূমি তাসলিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা, শাহনেওয়াজ বিপুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, জাহিদুল ইসলাম,শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম শহীদ, আসিফ মাহমুদ মিল্টন, বেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিনুল হক দুদু, শাহাবুদ্দিন শিবলী, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক বেলাল, ছাত্রলীগ নেতা আবু রায়হান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায় প্রমুখ। মাসিক সভার পূর্বে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। সভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়।