কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে উত্তরাঞ্চল কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার আলিয়ার হাট ফাজিল মাদ্রাসা ও রোকেয়া ছাত্তার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের ১ম শ্রেণি থেকে
৮ম শ্রে্ণির মোট ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উত্তরাঞ্চল কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহিদা আক্তার, গোলাম মোস্তফা, আব্দুল মান্নান, আব্দুল আলিম প্রমুখ।