কামরুল হাসান, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বাজারে আল-আতিকা ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড মাদ্রাসার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মাও: শাহ মুহাম্মদ শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক প্রফেসর ডা. মোঃ আবুল হোসেন। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমীরুল ইসলাম মীর বক্স মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস.এম তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান তোফায়ের আহম্মেদ সাবু, আনছার আলী, ডাক্তার
ওয়াজেদ, মাও: শহিদুল্লাহ, সাংবাদিক কামরুল হাসান,জিএম মিজান, মিজানুর রহমান,সোহেল রানা সহ অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মনোরম পরিবেশ ও সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেম ও সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রীত এ প্রতিষ্ঠান।আগামী ছয় মাস শিক্ষার্থীরা সেখানে বিনা বেতনে অধ্যয়ন করতে পারবে বলে জানিয়েছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমীরুল ইসলাম মীর বক্স মন্ডল।অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, সু শিক্ষায় জাতীকে এগিয়ে নিতে এই প্রতিষ্ঠানটি ভুমিকা রাখবে রাখবে বলে আশা ব্যক্ত করেন।