বগুড়ার খবর

শিবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

 কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ 

শিবগঞ্জে অন্যায়ভাবে জায়গা বিক্রির পায়তারার প্রতিবাদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছেন। ১৭ মার্চ সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও শিবগঞ্জ পৌর এলাকার রঙ্গামাটি গ্রামের আব্দুল গফুর খন্দকার লিখিত বক্তব্যে বলেন, আমার শিবগঞ্জ পৌরসভা এলাকাধীন বানাইল মৌজার জেএল নং ১৫৩, হাল দাগ নং ২৫৬৭, রূপালী ব্যাংক এর দক্ষিণ পাশে ও মহাস্থান রোডের পশ্চিম পাশে খন্দকার মার্কেটের একটি দোকান ঘর আছে। উক্ত দোকান ঘরের পাশে বিদ্যুৎ সংযোগ, পানির লাইনের কাজ ও দোকান ঘর রং করাসহ বিভিন্ন কাজের জন্য প্রায় ০.১৫ শতক জায়গা ফাঁকা রেখেছি। আমার দোকানের পাশে বগুড়া সদর থানাধীন সরলপুর গ্রামের হাজী সোলায়মান আলীর একটি দোকান ঘর আছে। যাহার হাল দাগ নং ২৫৬৬। জমির পরিমাণ ০.৫০ শতক। বিবাদী তার ০.৫০ শতক এর জায়গাটি শিবগঞ্জ পৌরসভা এলাকাধীন চকভোলাখা গ্রামের মৃতঃ আব্দুর রহিমের ছেলে সুলতান প্রামাণিকের নিকট বিক্রি করবে মর্মে বায়নাপত্র প্রদান করেছে বলে আমি শুনেছি। বিবাদী সোলেমান আলী আমার ০.১৫ শতক জায়গা সহ সুলতানকে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার পাঁয়তারা করছে। আমি জায়গাটি বারবার পরিমাপ করে সীমানা নির্ধারণ করার কথা বললেও তারা আমার কথায় কোন কর্ণপাত করেনি। আমি অনেকটা নিরুপায় হয়েই গত ২৬-২-২০২৫ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি), শিবগঞ্জ, বগুড়া বরাবর একটি অভিযোগ দায়ের করেছি।

তিনি প্রশাসনের নিকট সরকারি সার্ভেয়ার দ্বারা জায়গাটি পরিমাপ করে সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button