সারাদেশ

শিক্ষা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আবারও সাঘাটার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুর রাজ্জাক

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

শিক্ষা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আবারও সাঘাটার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুর রাজ্জাক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় শিক্ষাসপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মথরপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক। এর আগে ২০২৪ সালেও তিনি একই ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
আব্দুর রাজ্জাক আব্দুস সোবহানের পুত্র। তিনি সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদার দক্ষতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন পরিচিত ধর্মীয় ভাষ্যকার হিসেবেও সুপরিচিত। দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি ও যমুনা টিভিতে নিয়মিত গেস্ট আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা উপস্থাপন করে আসছেন। এ ছাড়া ধর্মীয় সাহিত্যচর্চায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। ইতোমধ্যে তাঁর রচিত পাঁচটি ধর্মীয় গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট মহল, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে সমাজ গঠনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button