লতিফুল ইসলাম
সোমবার বিকালে সোনাতলার শাহবাজপুরে আল আকসা জামে মসজিদের উন্নয়নকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজাদুল হক মিন্টুর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাংসদপুত্র সাখাওয়াত হোসেন সজল। বক্তব্য রাখেন নজমল হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, হারুন অর রশীদ, সাবেক পৌর কাউন্সিলর ওয়াছিয়া আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও জাহিদুল বারী মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ।