রাসুল (সা.) এর নামে কটুক্তির প্রতিবাদে সোনাতলায় ওলামা পরিষদের মানববন্ধন

শিমন আহম্মেদ বাদল
রাসুল (সা.) এর নামে কটুক্তির প্রতিবাদে সোমবার বিকেলে সোনাতলা সোনালী ব্যাংকের সামনে সোনাতলা ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ন কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা ওলামা পরিষদের সভাপতি মাও. মাসুম, সহ-সভাপতি মাও. আরিফুল ইসলাম, মাও. শরিফুল ইসলাম,মাও. এমদাদ হোসেন, সেক্রেটারী মুফতি মোস্তাফিজুর রহমান, সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, উলামা পরিষদের সদস্য মাও. মুজাহিদুল ইসলাম, মাও. আফজাল হোসেন, মাও. আব্দুল মোমিন, মাও.শাহিনুর ইসলাম, মাও.শাহজালাল, মাও. জাহাঙ্গীর ও মাও. আশরাফুল ইসলাম।