শিল্প-সাহিত্য-সংস্কৃতি
মোঃ গোলাম রব্বানী আহাদের কবিতা ‘বর্তমান সমাজ

জ্ঞানী মানুষ হবে অপমান,
গুণী মানুষ হবে দোষী।
সত্য যাবে নির্বাসনে,
মিথ্যা হবে বেশি।
লজ্জা উড়বে আকাশেতে,
শরম হবে ম্লান।
জাতে উঠবে অজাতেরা,
থাকবে না আর মান।
জ্ঞানীরা চুপসে যাবে,
জ্ঞানহীনদের কাছে।
কথাগুলো বিদ্যানেরা,
সত্য বলে গেছে।