সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর শোডাউনকে কেন্দ্র করে সাঘাটায় উত্তেজনা, ১৪৪ ধারা জারি

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিস্কৃত নেতা, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় গাইবান্ধার সাঘাটায় শুরু হয়েছে উত্তেজনা। নাহিদুজ্জামান নিশাদ এর মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা শুরু হয়েছে। রবিবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সাঘাটা উপজেলায় ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোঃ আল কামাহ্ তমাল জানান, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার রাত ১২ টা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, হঠাৎ করে ১৪৪ ধারা জারির খবরে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button