স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান হাবীব। তিনি উপজেলার পাকুল্লা, হরিখালী, দিগদাইড় ও পৌরসভার ৫, ৬ নং ওয়ার্ডে গত শুক্র ও শনিবার ( ১৫ ও ১৬ মার্চ) এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মুড়ি, আলু, ছোলা, তেল ও লবণ। পাকুল্লা রহমানিয়া দাখিল মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, সদস্য আব্দুল আলিম,
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাপুল সরকার, সাংগঠনিক সম্পাদক চপল কুমার। হরিখালীতে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম বাটু, পাপুল সরকার ও চপল কুমার। দিগদাইড়ে অন্যান্যের সাথে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সাদ্দাম। পৌরসভার ৫, ৬ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সানু, রমজান আলী, আব্দুল গফুর আকন্দ, আজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবু আহাদ ও রুদ্র। বিতরণ অনুষ্ঠানে আহসান হাবীব বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনা মানুষের সেবায় দিনরাত কাজ করে চলেছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন।’ তিনি আরও বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার এধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীদিনগুলোতে এর পরিসর আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।