নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ১৫ বছর পর মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিমের নেতৃত্বে পৌর এলাকার মাদ্রাসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ডা. নুরুল আমীন সরকার, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম,পৌর সেক্রেটারি মতিয়ার রহমান, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমির মহিদুল ইসলাম, বালুয়া ইউনিয়ন সভাপতি সাবিরুল ইসলাম,
জোড়গাছা ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলী, মধুপুর ইউনিয়ন আমির ডা. শাহ আলম,পাকুল্লা ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, তেকানী চুকাইনগর আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শিবিরের সভাপতি তারেক রহমান, সেক্রেটারি লাবিবুল হাসান। পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে অন্তত ইফতারটা যেনো সাধ্যমতো করতে পারেন। দয়া করে রোজাদারদের কষ্টদায়ক এমন কিছু করবেন না। বর্তমান অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লিলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা।