সোনাতলায় কালভার্ট বন্ধের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর ঘটনাস্থল পরিদর্শন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের গজারিয়া গ্রামে এলজিইডি নির্মিত সড়কে পানি প্রবাহের জন্য স্থাপন করা কালভার্টের মুখ ইট-সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার এ বিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মুশফিকুর রহমানসহ আরও কয়েকজন গ্রামবাসী।
অভিযোগে বলা হয়েছেÑ গজারিয়া গ্রামে বেশ কয়েকটি সড়কে একপাশ থেকে আরেক পাশে পানি প্রবাহের লক্ষ্যে কালভার্ট স্থাপন করা হয়েছে। কালভার্টগুলোর কারণে এলাকাবাসী নানাভাবে উপকৃত হয়ে আসছিল। অধিকাংশ সড়কে কালভার্টগুলো স্বাভাবিক অবস্থায় থাকলেও প্রায় ১৫ বছর আগে গজারিয়া গ্রামে সামসুলের চাতাল সংলগ্ন সড়কের কালভার্টটির মুখ ইট-সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয় গজারিয়া গ্রামের সামসুল হক ব্যাপারী, আবুল হোসেন ব্যাপারী ও বাবর আলী ব্যাপারী। একটি চক্র সেখানে মাছ চাষ করে আসছিলো। এর ফলে কালভার্ট সংলগ্ন উভয় পাশের দুইটি পাথারে স্বাভাবিক পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ একটি শ্রেণি।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক।