মোঃ মিনাজুল ইসলাম
বগুড়ার সোনাতলায় মানবিক কাজে সহায়তা করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন প্রভাতের আলো তরুণ সংঘের এক ঝাঁক তরুণ উদীয়মান যুবক।সংগঠনটি এমনটি মহতী কাজ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে করে আসছে বলে এলাকা সূত্রে জানা যায়। স্হানীয়রা জানান,সোমবার দুপুর আনুমানিক বারোটার দিকে সোনাতলা স্টেশনের পাশে পলিথিন দিয়ে বানানো একটি ঝাুঁপড়ি ঘরে বসবাসরত একটি বৃদ্ধ মহিলা মারা যায়। মারা যাওয়ার দীর্ঘ ৫/৬ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেলে বৃদ্ধ মহিলার দাফন না হওয়ায় স্হানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক তার ফ্রেসবুকে একটি পোস্ট করে।পোস্টটি দেখে ওই দিন রাত ৯টার দিকে উপজেলার অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘের এক ঝাঁক যুব ঘটনাস্হলে এসে বৃদ্ধ মহিলার কাফন-দাফনের যাবতীয় ব্যবস্হা করে। স্হানীয় সূত্রে আরও জানা যায়, ঝাুঁপড়ি ঘরে মারা যাওয়া ব্যক্তিটি উপজেলার দিগদাইউ ইউনিয়নের লোহাগাড়া গ্রামের মৃত্যু ওসমান আলীর স্ত্রী। ওসমান আলী ৮/১০বছর আগে মারা গেছে বলে স্হায়ীয়রা জানান।এরপর থেকে তার স্ত্রী বিভিন্ন জায়গায় একক ভাবে বসবাস করে। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তানাদি নেই।ওই স্টেশনে সে ৩/৪মাস হলে বসবাস করত। স্হানীয় সোহাগ নামে এক ব্যবসায়ি জানান,সংগঠনটির এমন মহৎ কাজ প্রসংশার দাবিদার।ওই সংগঠনের ধর্মীয় সম্পাদক আব্দুস সালাম পাপ্পুর ইমামতিতে মহিলাটির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবিষয়ে স্হানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন ,'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবার ওপরে মানুষ সত্য,
তাহার উপর নাই।' গতকাল পৌর সদরের রেলস্টেশন এলাকায় এক কোণায় আজীবন নিরীহ, ওয়ারিশ বিহীন এক বৃদ্ধা মহিলার নিথর দেহ দিনভর পড়ে ছিল। পাশের কারো ভেতরে সহমর্মিতা জেগে উঠল না—অন্তত সেই চিহ্ন মেলেনি। কিন্তু সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘের তরুণেরা আমার ফেসবুকের একটি পোস্ট দেখে এগিয়ে এসে দাফন-কাফন সম্পন্ন করে দিলো। তাদের এই মানবিক কাজ আমাদেরকে একবার আবার মনে করিয়ে দিল সত্যিকারের মূল্যবোধ কী? এই ছোট্ট জীবনঘটনা আমাদের শেখায়—মানুষের পাশে দাঁড়ানোই সেরা ইবাদত, আর মানবতার আঁচল ছাড়লে সমাজের মূল্যবোধ মরতে পারে। আজকের এই তরুণদের জন্য গর্ব এবং সকলের জন্য আহ্বান—মানুষ মানুষের জন্য।' এবিষয়ে প্রভাতের আলো তরুণ সংঘের প্রতিষ্ঠা তাকবীর খান জিহাদ বলেন, 'সংগঠনটি প্রতিষ্ঠা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।মানুষের সেবামূলক কাজ করলে আত্মতৃপ্তি পাই। আজীবন যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থী।' সংগঠনের সভাপতি ওমর ফারুক খান বাইতুল জানান, 'বৃদ্ধ মহিলা মারা যাওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও তার দাফন না হওয়ায় আমি আমার সদস্যদেরকে নিয়ে গিয়ে তার কাফন-দাফনের কাজ সম্পূর্ণ করেছি আমাদের নৈতিক দায়িত্ব থেকে।সংগঠনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।' সোনাতলা উপজেলা নিবার্হী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, 'গতকালের কাজটি নিশ্চয় প্রশংসার এবং মহৎ। সংগঠনের সফলতা কামনা করছি। সংগঠনটি ধারাবাহিকভাবে সমাজের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।'