মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ সোনাতলার কানুপুর এতিমখানার দশ বছরের শিক্ষার্থী আব্দুর রহমান

নুরে আলম সিদ্দিকী সবুজ

মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হয়ে তাক লাগিয়েছে সোনাতলা পৌরসভার কানুপুর এতিমখানার দশ বছরের শিক্ষার্থী আব্দুর রহমান।
হাফেজ আব্দুর রহমান বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের মোঃ সাজু বেপারীর ছেলে। তার এই অনন্য কৃতিত্বে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকাবাসী।
এ উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাসেমী্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সৈয়দ আহমেদ কলেজ মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এ টি এম জিন্নুল হক, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বি, ঢাকা পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতী নুরুল আলম, বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শামসুদ্দোহা, আল্লামা ইসমাইল সাহেব, বগুড়া জামিয়াতুর রশিদ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শফি কাসেমী, চকসুত্রাপুর মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী আনোয়ার শেখ, আল রিয়াদ হজ্ব গ্রুপের আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




One Comment