বগুড়ার খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আতিকুরের পাশে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

শিমন আহম্মেদ বাদল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত বগুড়া জেলার সোনাতলা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আতিকুর রহমানের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য (৩৬, বগুড়া-১) এবং বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম। আতিকুর বর্তমানে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কাজী রফিকুল ইসলাম তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে আতিকুরকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন।
এদিকে কাজী রফিকুল ইসলাম প্রদত্ব অর্থ সহায়তা পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আহত আতিকুরের পরিবার।