বগুড়ার খবর

বিশ্বনাথপুর সামাজিক সংগঠনের ঈদ উপহার বিতরণ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বিশ্বনাথপুর সামাজিক সংগঠনের উদ্যোগে রবিবার ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে এই মহতী কার্যক্রম পরিচালনা করেন, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

বিশ্বনাথপুর সামাজিক সংগঠন দীর্ঘ এক বছর ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের দুঃস্থ ও অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের অংশ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক মো. আহসান হাবিব, দপ্তর সম্পাদক মো. রনি মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. সাজেদুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. রাশেদ ইসলাম, মো. ফয়সাল ইসলাম, মো. লাবলু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মো. সোহানুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সঙ্গে তা ভাগ করে নেওয়া যায়। আমাদের সংগঠন সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

সংগঠনের অন্যান্য সদস্যরাও আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন। ঈদ উপহার পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি, যা সংগঠনের সদস্যদের প্রচেষ্টাকে সার্থক করে তোলে।

এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button