সোনাতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলার ঘোড়াপীর দলীয় কার্যালয় হতে এক র্যালী বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। পরে পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে ঘোড়াপীর মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, বিএনপি নেতা এসএম আব্দুল হাদী, জহুরুল ইসলাম মন্ডল শেফা, মোকাররম হোসেন, মোমিনুর রহমান স্বপন, জামিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, হুমায়ুন কবীর, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, যুবদল নেতা সাগর আকন্দ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।



