শিমন আহম্মেদ বাদল
বিধি-নিষেধ থাকলেও নিষিদ্ধ পলিথিনে সয়লাভ বগুড়ার সোনাতলা উপজেলা। সোনাতলার বিভিন্ন বাজার ঘুরলেই চোখে পড়ছে পলিথিন ব্যাগের দাপুটে ব্যবহার। মুদি দোকান, বড় দোকান, মাংস বিক্রেতা, সব্জি বিক্রেতা, ক্রেতার হাত এমন কোন জায়গা নেই যেখানে পলিথিন ব্যাগের উপস্থিতি নেই। সবার হাতে হাতে পলিথিন ব্যাগ। অবস্থাদৃষ্টে মনে হবে যেন পলিথিন উৎসব চলছে সোনাতলায়। পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের কঠোর সিন্ধান্তের পর সোনাতলায় এতোটুকুও কমেনি পরিবেশের মারাত্মক ক্ষতিকারক পলিথিনের ব্যবহার। নিষিদ্ধ এই ব্যাগের ব্যবহারে সচেতনতাও নেই সাধারণ ক্রেতাসহ দোকানীদের। এ ব্যাপারে সোনাতলা বড় বাজারের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতার সাথে কথা বললে তারা জানান, শুনেছি পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। আমরাও এটা ব্যবহার করতে চাইনা।
কিন্তু সেজন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিতে হবে সরকারকে। আবার অনেকেই বলাবলি করছে,পলিথিন কোন সময় বন্ধ হবে না। এর আগেও পলিথিন বন্ধের কথা হয়েছিলো, কিন্তু হয়নি। তবে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মন্তব্য যাই হোক না কেন কেন্দ্রীয়ভাবে কঠোর হুশিয়ারি দেয়ার পরেও সোনাতলায় চোখে পড়েনি উপজেলা প্রশাসন বা অন্য কোন সংস্থার কার্যকরী উদ্যোগ। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষে নিয়মিত বাজার মনিটরিং করছি। আমরা ব্যবসায়ীদের পলিথিনের কুফল সম্পর্কে বুঝিয়ে তাদের সেগুলো ব্যবহার না করতে এবং পরিবেশসম্মত পাটজাত ব্যাগ বা অন্য কিছু ব্যবহারে উদ্বুদ্ধ করছি। আমরা প্রয়োজনবোধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সচেতন করতে সচেষ্ট থাকবো।