বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের উদ্যোগে চাকুরী জাতীয়করণের দাবিতে সোনাতলায় প্রতিনিধি সভা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে চাকুরী জাতীয়করণের দাবিতে সোনাতলায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫-০৮-২৫) বিকেলে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, সোনাতলা উপজেলা শাখার সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই। বক্তব্য রাখেন শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, মোনারুল ইসলাম মুন্না, শরিফুল ইসলাম, সুলতান হাবীব, শামসুল হক, আনারুল ইসলাম, রত্না খাতুন, মহসীন আলী ও শাহনাজ আক্তার।