সোনাতলায় মধুপুর বিদ্যাময়ী শিশু নিকেতনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
সোনাতলার মধুপুর বিদ্যাময়ী শিশু নিকেতনে নতুন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে নবীন বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মধুপুরে মধুপুর বিদ্যাময়ী শিশু নিকেতন চত্বরে এ নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক সুবির কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান,শালিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রিমা সাহা। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল আলিম সরকার, বন্দনা রায়, শিক্ষার্থী মোহনা আকতার মিম, মিনু খাতুন। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাসলিমা আকতার। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক খালিদ হাসান।