বর্ণিল আয়োজনে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বর্ণিল আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খান, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জহুরুল ইসলাম মন্ডল শেফা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও টাটা ক্লিনিকের পরিচালক রুহুল আমিন রঞ্জু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলীসহ সুধীবৃন্দ।
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হাইয়ের সার্বিক তত্বাবধানে, সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল ও নবম শ্রেণির শিক্ষার্থী রুহানী’র সঞ্চালনায় বর্ণিল অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক উজ্জল হোসেন খোকনের পরিচালনায় মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করা হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং ক্রীড়া অনুষ্ঠানের নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত।
সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।