বগুড়ার খবর
বগুড়া-১ আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন সাহাদারা মান্নান

ইকবাল কবির লেমন
বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হলেন সাহাদারা মান্নান (নৌকা প্রতীক)। তিনি ৫১ হাজার ৪ শ’ ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি (তবলা প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৬ শ’ ৮৪ ভোট। সাহাদারা মান্নান সোনাতলায় ২৩ হাজার ৯ শ’ ৮ ভোট এবং সারিয়াকান্দিতে ২৭ হাজার ৫শ’ ৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সাহাদারা মান্নান দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এদিকে সাহাদারা মান্নান দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনাতলা ও সারিয়াকান্দিতে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।