বগুড়ার খবর
সোনাতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র আলোচনা সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সোনাতলার গড়ফতেপুর কলেজ মোড়ে মানবাধিকার সংগঠন ‘মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’ সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সোনাতলা উপজেলা শাখার প্রতিনিধি শিমন আহম্মেদ বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সামাজিক ও পরিবেশকর্মী মুস্তাহিদুল ইসলাম, জিহাদ, সোহান ও স্বপন। আলোচনা সভায় মানবাধিকার রক্ষায় ও প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।