
রবিউল ইসলাম শাকিল,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পড়ুয়া বগুড়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত বগুড়া জেলা এসোসিয়েশন জাককানইবির উদ্যোগে প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচে এ আয়োজন করা হয়।
প্রীতিভোজ উপলক্ষে পরিবেশিত হয় বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি ও ভাত। অতিথি ও শিক্ষার্থীরা খাবারের স্বাদ গ্রহণ করে তৃপ্তি প্রকাশ করেন।
প্রীতিভোজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির এবং সংগঠনটির সভাপতি জাকির বিন হোসাইন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ জাহিদ জারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত খাতুন, মো. রবিউল ইসলাম, মোছা. ছালেহা জাহান রিমু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুস সায়াদাত সিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে বগুড়া জেলা এসোসিয়েশনকে সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন।