বগুড়ার খবর

বগুড়ার শ্রেষ্ঠ মৎস্য ব্যবসায়ী মহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

Oplus_16908288

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন।

আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাই কুড়ী গ্রামের সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদারের ছেলে। একাধারে তিনি একজন সফল মৎস্য ব্যাবসায়ী এবং রাজনীতিবিদ। আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপি’র সভাপতি।

আজ (১৮ আগস্ট) সোমবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহণ করেন। ইতিপূর্বে ২০০২ সালে তিনি জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন। এবার তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে দ্বিতীয় বারের মতো পুরষ্কার গ্রহণ করেছেন। তাছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েক বার সফল মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন শ্রেণীর ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, পুরস্কার প্রাপ্তি অবশ্যই একটি আনন্দের বিষয়। জেলার শ্রেষ্ঠ মৎস্য ব্যাবসায়ী হিসেবে পুরষ্কার পাওয়া সত্যিই গর্বের ও সম্মানের বিষয়। যেকোনো উদ্যোক্তার জন্য পুরস্কার প্রাপ্তি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button