নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় ২য় ধাপে তিন উপজেলা পরিষদের নির্বাচনে ৩৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী রয়েছেন। গত রবিবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ২য় ধানে বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় আগামী ২১ মে ভোট অনুষ্ঠিত হবে। তিন উপজেলার মধ্যে আদমদিঘী উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন-তোফায়েল হোসেন, রাশেদুল ইসলাম, সিরাজুল ইসলাম খান রাজু, এরশাদুল হক এবং আবু রেজা খান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা
হলেন-বর্তমান চেয়ারম্যান আল হাসিবুল হাসান, এ এন এম আহছানুল হক এবং আব্দুল মান্নান। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন দাখিল করেছেন। দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন-আহম্মেদুর রহমান, মাহবুবা নাসরিন, ফজলুল হক প্রামাণিক, এ এইচ এম নুরুল ইসলাম খান এবং মিজানুর রহমান খান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম জানান, ২য় ধাপে বগুড়ার তিন উপজেলা নির্বাচনে ৩৪জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল। এই তিন উপজেলায় ভোট গ্রহণ ২১ মে।