
বগুড়ায় স্বেচ্ছাসেবীদের আবাম আলোকিত সংগঠন সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ মিলনায়তনে আজ শনিবার সকাল দশটায় দেশ ও সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে অবদানের জন্য “আবাম আলোকিত সংগঠন সম্মাননা” অনুষ্ঠিত হয়।আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যােগে এবং ওই সংগঠনের উত্তরাঞ্চল প্রতিনিধি আকন্দ হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ,সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, হাফেজ মাওলানা রাফিউল ইসলাম,বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, নয়াদিগন্তের রিপোর্টার ও ব্রাইট ফিউচারের পরিচালক মিনাজুল ইসলাম,বাংলাদেশ বন্ধু ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম,শিকড় বন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের সাতটি জেলার ৩৮টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত এবং অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে ফলদ বৃক্ষ প্রদান করা হয়।